মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক বুধবার ১৯ নভেম্বর সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাগানবাড়িস্থ প্রান্তিক যুব সংঘের কার্যালয় পরিদর্শন করেছেন। তিনি সংগঠনের চলমান কার্যক্রমগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তরুণদের পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক ও সৃজনশীল উদ্যোগ দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এস. এম. আজিজুল হক যুব সমাজের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “যুব সমাজ আজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে তরুণরা সমাজ পরিবর্তনে ইতিবাচক প্রভাব রাখছে।”
তিনি প্রান্তিক যুব সংঘকে তাদের এই প্রশংসনীয় কার্যক্রমসমূহ ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে পরিচালনার জন্য বিশেষভাবে আহ্বান জানান। প্রান্তিক যুব সংঘ দীর্ঘদিন ধরে স্থানীয় সমাজ উন্নয়ন, যুবদের দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত।
পরিদর্শন অনুষ্ঠানে প্রান্তিক যুব সংঘের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হৃদয় মন্ডল, সহ-সভাপতি ইফতি জামিল, সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন, ক্রীড়া সম্পাদক হাসনা আক্তার ইতি এবং সাংস্কৃতিক সম্পাদক শ্রেয়া সরদার,সিডো সংস্থার প্রকল্প সমন্বয়কারী তহিদুজ্জামান তহিদ, প্রোজেক্ট অফিসার চন্দ্রশেখর হালদার, ইনস্পিরিটর একশনএইড বাংলাদেশ-এর সুইট খান এবং তরুণ সাংবাদিক মোঃ মোকাররাম বিল্লাহ ইমন।
উপস্থিত ছিলেন সাতক্ষীরার উদীয়মান খেলোয়াড় ও সংগঠনের সদস্য মুছাব্বির রহমান ইমন, শিশুদের নোবেলখ্যাত পুরস্কারে মনোনয়ন প্রাপ্ত সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ এবং সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত তরুণ সদস্যরা। এই পরিদর্শন যুব সমাজের উন্নয়নমূলক প্রচেষ্টায় নতুন প্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে।