
হাবিবুল্লাহ বাহার, সদর: সদ্য খননকৃত প্রাণসায়ের ও মজুমদার খালের পাড়ের মাটি চুরির হিড়ীক পড়েছে। এরকম দুটি ঘটনা এখন পর্যন্ত চোখে পড়েছে। এ ছাড়াও বিক্ষিপ্ত ভাবে বিক্রী হয়েছে বেশ কিছু জায়গার মাটি। বাকি গুলো বিক্রির অপেক্ষায় আছে।
সরজমিন পরিদর্শনে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার উত্তরকাটিয়া অংশে (থানাঘাটা ব্রিজের উত্তর-পশ্চিম পার্শ্বে) ও রসুলপুর অংশে খাঁ বাড়ির উত্তর পার্শ্বে প্রাণসায়েরের খননকৃত মাটি চুরি করে বিক্রি করছেন লালন নামের স্থানীয় এক ব্যক্তি। মাটি কিনেছেন নলকুড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হাসান। খালের এক অংশের দু’পার্শ্বের সব খননকৃত ও পাড়ের মাটি বিক্রি করছেন তারা। খোঁজ খবর নিতে গেলে স্থানীয় কেউ কথা বলতে রাজি হয়নি। মাটি বিক্রির কাজ তদারকি করছিলেন এক চল্লিশোর্ধ এক ব্যক্তি। তিনি এ প্রসঙ্গে কথা বলতে রাজি না হলেও এ কাজে ১২জন প্রভাশালী অংশদার আছে বলে স্থান ত্যাগ করেন।তবে ভিডিওতে হাসানকে বলতে শুনা যায় চাচার জায়গায় তিন’শ ট্রলি মাটি দিবি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, এই মাটি ডিসি ইকোপার্কে যাওয়ার কথা শুনেছি। তবে এখানকার প্রভাবশালীরা মাটি বিক্রি করে দিচ্ছেন।