প্রেস বিজ্ঞপ্তি:
দখল দূষণে বিলীন হতে যাওয়া সাতক্ষীরা শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল সংরক্ষণ ও অবাধ প্রবাহ নিশ্চিতে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রাণসায়ের সংরক্ষণ ও অবাধ প্রবাহ নিশ্চিতে সাতক্ষীরা পাকাপোল হতে বড়বাজার অভিমুখে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অর্জন ফাউন্ডেশন ও প্রাণসায়ের রক্ষা কমিটি যৌথভাবে উক্ত অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, প্রাণসায়ের রক্ষা কমিটির সদস্য সচিব শরিফুল্লাহ কায়সার সুমন, সদস্য আমিনা বিলকিস ময়না, শেখ মোশফিকুর রহমান মিল্টন, রুবেল হোসেন প্রমুখ।
সচেতনতামূলক প্রচারাভিযানকালে প্রাণসায়েরের দুইধারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের খালে ময়লা-আবর্জনা না ফেলার জন্য মাইকিং করা হয় ও লিফলেট বিতরণ করা হয়। প্রাণসায়েরের অবাধ প্রবাহ নিশ্চিতে ও পরিবেশ রক্ষায় উক্ত কার্যক্রম অব্যাহত রাখার ঘোষনা করা হয়।