কালিগঞ্জ ব্যুরো: উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে তহশীলদার কে ম্যানেজ করে উপজেলা পরিষদ থেকে ৩,শ গজ দ‚রে নাজিমগঞ্জ বাজারে সরকারি জায়গায় পাঁকা দ্বিতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত ৪ দিন ধরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাকের ডগায় নাজিমগঞ্জ বাজারে ঈগল সম্রাট সু স্টোরের মালিক বসন্তপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র আব্দুল কাদের এ কাজ চালিয়ে গেলেও দেখার কেউ নাই। ঘর মালিক আব্দুল কাদের থানা আওয়ামী লীগের সভাপতি নরীম আলী মাষ্টারের নাম এবং স্থানীয় সাংবাদিক নেতাদের মোটা অংকের টাকা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বলে সাংবাদিকদের জানায়। তবে এ বিষয়ে থানা আওয়ামী লীগের সভাপতি নরীম আলী মাস্টার অস্বীকার করে বলেন, আমি স্থানীয় তহশীলদার এর নিকট আলাপ করে কাজ করতে বলেছি। সোমবার বেলা ১০ টার সময় সরেজমিনে গেলে স্থানীয় দোকানদার শহিদুল ইসলাম, শাহজাহান, পরিতোষসহ একাধিক ব্যক্তি জানান, উপজেলা পরিষদ এর ভিতর স্থানীয় তহশীলদার শর্মিষ্ঠা সরকার থাকেন। তিনি প্রতিদিন তার দোকানের সামনে দিয়ে বসন্তপুর তহশীল অফিস যাতায়াত করেন। তিনি দেখেও না দেখার ভান করে এ ঘর নির্মাণের কাজ এর সহায়তা করার রহস্যটা কি? ভবনের দ্বিতীয় তলায় হাডবোড দিয়ে ঘিরে ভিতরে রাতদিন কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ঘর মালিক আব্দুল কাদেরের নিকট জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের বলেন, আমি আপনাদের অনেক সাংবাদিকদের মোটা অংকের টাকা দিয়েছি আপনারা কেন আসছেন। সরকারি জায়গায় ঘর নির্মাণের কোন বৈধ অনুমতি বা ইজারা আছে কিনা সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। অবৈধভাবে ঘর নির্মাণের ব্যাপারে বসন্তপুর ভ‚মি অফিসের তহশীলদার শর্মিষ্ঠা সরকারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে নিষেধ করা স্বত্বেও কিভাবে কাজ করছে। ঘটনার সত্যতা জানার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রোকনুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বলেছেন আমি তাকে নিষেধ করা স্বত্বেও সে কিভাবে কাজ করছে বিষয়টা আমি আইনগতভাবে দেখছি।