নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার সভপতি মরহুম খলিলুউল্লাহ ঝড়ুর মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। শুক্রবার সমিতির পান্থপথস্থ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খলিলুউল্লাহ ঝড়ুর স্মৃতি চারণ করে বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। সাতক্ষীরাবাসীর কল্যাণে তিনি সব সময় কাজ করেছেন। বক্তারা আরো বলেন, তাঁর কাছে সবাই ছিলেন সমান, তাঁর কাছে কোনো কাজের জন্য গেলে তিনি আন্তরিকতার সাথে শুনতেন এবং খুব দ্রুতই সমাধানের চেষ্টা করতেন। এই মানুষটি সাদামাটা জীবনযাপন করতেন। তিনি ছিলেন সাতক্ষীরার গনমানুষের আপন জন। ঘূর্ণিঝড় আইলার বিশাল জলোচ্ছ্বাস আছড়ে পড়ে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ান ও সাহায্যের হাত বাড়ান। এছাড়া তিনি উপকুলিয় মানুষে পানীয় জলের ব্যবস্থা করেন, বাঁধ সংস্কার করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। করোনার সময় অকাতরে মানুষের খাদ্য ও চিকিৎসা সহায়তা করেন। তিনি মুক্তমনের দানশীল মানুষ ছিলেন। বক্তারা সাতক্ষীরার একটি সড়কের নামকরণ “খলিলুউল্লাহ ঝড়ু সড়ক” করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাসুদের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এ আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্মৃতিচারণ করেন সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান, প্রধান পৃষ্টপোষক মোশারফ হোসেন, বাংলাদেশ পুলিশের ডিআইজি আলিম মাহমুদ, সমিতির উপদেষ্টা ডা: আব্দুল জলিল, মোহাম্মদ ফখরুদ্দিন, সহ-সভাপতি কামরুজ্জামান নান্টু, মো: সামছুল আলম, কাজী সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন। আরো বক্তব্য রাখেন ড. আবুল কালাম আজাদ, জাবেদ হোসেন, এটিএম আসাদ, জিএম হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, সামসুজ্জামান বাবু, মাজাহারুল আনোয়ার, মাওলানা এলাহী বক্স, মাওলানা রেজাউল করিম প্রম‚খ। এসময় বক্তারা প্রয়াত খলিলুউল্লাহ ঝড়–র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন অনুভ‚তি ব্যক্ত করেন। সভা শেষে প্রয়াত সভপতির রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর (সোমবার) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা ফেরার পথে গোপালগঞ্জ হাসপাতালে খলিলুউল্লাহ ঝড়– শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
প্রয়াত খলিলুউল্লাহ ঝড়ুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট