সাতনদী ডেস্ক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদীর বার্তা সম্পাদক ও আশাশুনি সরকারি কলের দর্শন বিভাগের প্রভাষক মোঃ মাসুদুর রহমানের কন্যা শামীমা মমতাজ মহুয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস লাভ করেছে। সে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় আশাশুনি সরকারী মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহল করে। তার সাফল্যে সাতনদী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।