
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে মঙ্গলবার দুপুর ১২ টায় শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলার উত্তর হাজীপুর গ্রামে মৃত নারায়ন চন্দ্র অধিকারীর পুত্র তপন অধিকারী।
তিনি লিখিত বক্তেব্যে বলেন, উত্তর হাজীপুর মৌজায় জেএল নং-৫১, খতিয়ান নং-৩১৬, দাগ নং- ৭৮৩, জমির পরিমান- ৬২ শতক তার পৈত্রিক সম্পত্তি। এ থেকে একই গ্রামের আরশাদ আলী কারিগরের পুত্র আব্দুল করিমকে ৩০ শতক জমি ২৭/০৫/২০১৯ তারিখ ২০৭৮ নং রেজিষ্ট্রি কোবলা দলিল করে দেই। আব্দুল করিম স্থানীয় ক্ষমতাশীল ও প্রভাবশালী দক্ষিন হাজীপুর গ্রামের সৈয়দ আলী গাজীর পুত্র আলহাজ্ব বখতিয়ার আহমেদ ও দুরমুজ খালী গ্রামের আহম্মদ আলী গাজীর পুত্র মোঃ খলিলুর রহমানের সহযোগিতায় অন্যায়ভাবে জোর পূর্বক উক্ত ৬২ শতক জমি সম্পূর্নটাই দখল করে রেখেছে। এঘটনায় আমি আদালতে ১৪৫ ধারা পিং- ৭৯১/২০২০ নং মামলা রুজু করি। এঘটনায় জবরদখলকারীরা ক্ষিপ্ত হয়ে ২৮/১০/২০ তারিখ বিকাল ৫ টায় আমাকে মারপিঠ করে জখম করে। তারা আরও বলে, আমি যদি উক্ত জমিতে যাই তাহলে তারা আমাকে খুন-জখম করবে। তারা ইউপি চেয়ারম্যান ও মেম্বর হওয়ায় তারা আমাকে সীমাহীন নির্যাতন শুরু করেছে। এ অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।