মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) থেকে: যশোরের শার্শা উপজেলা বাগুড়ী গ্রামের নিবাসী ও বর্তমান সৌদি আরব প্রবাসী রুবেল হোসেনের মৃতদেহ নিয়ে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। সে গত (৩ জুলাই) সৌদি আরবে বাংলাদেশ সময় বেলা ১২ টার সময় মৃত্যু বরণ করেন।
মৃতদেহ বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে (২৬ জুলাই) বুধবার দুপুর ২ টার সময় রুবেল হোসেনের নিজ গ্রামে এলে মৃতদেহ দেখার পরে তৈরি হয় নানা ধূম্রজাল। মৃতদেহ টি দেখে রুবেল হোসেনের মা, বাবা ও পরিবারের কেউ চিনতে পারিনি যে এটা তাদের সন্তান। পরে অনেকটা ইচ্ছার বাহিরে মৃতদেহটি বুধবার রাত ৮ টার সময় বাগআঁচড়া সাধারণ গোরস্থানে দাফন করা হয়।
নিহত রুবেল হোসেন শার্শা উপজেলা ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী দক্ষিণপাড় গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে।
জানা গেছে, মাত্র এক বছর আগে পরিবারের সামান্য সুখের জন্য রুবেল হোসেন সৌদি আরবে যায়। সে ওখানে একটি মাদ্রাসায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু কুরবানী ঈদের কারনে দুই মাস ওই মাদ্রাসা টি ছুটি হয়ে যায়।
ছুটির কারণে মাদ্রাসায় কাজ না থাকায় রুবেল হোসেনের একজন পরিচিত ব্যক্তির সাথে অন্য জায়গায় সেফটি ট্যাংক পরিষ্কার করার কাজে যায়। ওই সেফটি ট্যাংকে মধ্যে পড়ে রুবেল হোসেন অচেতন হয়ে পড়ে। পরে তার সহযোগীরা সৌদি আরবের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল হোসেনের মা ময়না খাতুন বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে মরদেহ টি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এটি আমার ছেলের মরদেহ না। যাতে আমি আমার ছেলের মরদেহ দ্রুত পায় সেই ব্যবস্থা করা হোক।
অন্যদিকে যে মরদেহটি রুবেল হোসেনের ঠিকানায় পাঠানো হয়েছিল ঐ মরদেহটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জবডল গ্রামের সৌদি প্রবাসী মোজাম্মেল হক (৪৫)।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল পাঁচটার সময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার অনুমতিক্রমে কবর থেকে মরদেহ উত্তোলন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেনের মাধ্যমে মোজাম্মেল হকের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, কিশোরগঞ্জের সৌদি প্রবাসী মোজাম্মেল হকের মরদেহটি ভুলক্রমে আমাদের এলাকার মৃত সৌদি প্রবাসী রুবেল হোসেনের ঠিকানায় চলে আসলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা মোজ্জামেল হকের পরিবারের কাছে হস্তান্তর করি।
মৃত মোজাম্মেল হকের ভাইপো নাহিদ হাসান বলেন, আমার চাচার মরদেহ ভুল ঠিকানায় চলে আসায় প্রশাসন ও চেয়ারম্যানের সহযোগিতায় মরদেহটি আমরা বুঝে পেয়েছি।