নিজস্ব প্রতিবেদক: হাসুক রোগী বাচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা উদ্যোগে ৭তম ফ্রি ব্লাড ক্যাম্পিং ও মেডিকেল টিম অনুষ্ঠিত হয়েছে। সংগীতা মোড়স্থ হোটেল টাইগার প্লাস এর বিপরীত মাহি মেডিসিনের দ্বিতীয় তলায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল-ইমরান হুসাইন পলাশের অর্থায়নে ও হেলদি লাইফ স্টাইল সাতক্ষীরা'র আয়োজনে সোমাবার (১১ সেপ্টেম্বর ) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ব্লাড গ্রুপ নির্ণয়, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রেসার নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা, মাদকদ্রব্য প্রতিকার, শিশু শ্রম এবং বাল্যবিবাহ ইত্যাদি বিষয় সচেতনায় পরামর্শ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মুজাহিদ হোসেন, তাসকিন, তুহিব্বুল ইসলাম, অছিকুর রহমান, হাবিবুর, মেহেদী, আকাশ, ফাইজুল ইসলাম, মোহনা, বিথী, সাকিব,মিজান, ইলিয়াস প্রমুখ। এসময় উপস্থিত সদস্যরা বলেন, সামাজিক এই কর্মকাণ্ডে, নিজেদেরকে সর্বদা মানবিক কাজে বিলিয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা আত্ম মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সবসময় অসহায় মানুষের পাশে থাকবো এবং সবার সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো। একদিনে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে ৩৭৬ জনকে, প্রেসার ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে ১২৮ জনকে, বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করেছে ২০৫ জনকে এছাড়াও ৪২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দ্বারা ফ্রী মেডিকেল চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডাঃ এ টি এস মাসুদুর রহমান রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন। উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা ২০২২ সাল থেকে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীেদের শিক্ষা সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, মাদক বিরোধী সচেতনতামূলক বাইক শোভাযাত্রাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।