সাতনদী অনলাইন ডেস্ক: খুলনার পাইকগাছা থেকে অপহৃত শিশুকে বাগেরহাটের ফয়লা বাজার থেকে উদ্ধার ও আসামি গর্ভধারিণী মা ও তার প্রেমিক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে বাগেরহাটের ফাইলা বাজারের একটি বাড়ি থেকে পাইকগাছা থেকে অপহৃত শিশু নুরকে (৫) উদ্ধার করা হয়েছে। এ সময় শিশুটির গর্ভধারিণী মা আসামী লিপি (৩০) ও উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের দেলোয়ার তরফদারের ছেলে রাজু তরফদারকে গ্রেফতার করা হয়।
গত ২০ ফেব্রুয়ারি সকালে পাইকগাছার লক্ষ্মীখোলা গ্রামের ছাকিউর জামান বাবলুর ছেলে শিশু নুরকে নিয়ে তার মা লিপি ও রাজু বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়। ছাকিউর জামান দীর্ঘদিন যাবত বিদেশে থাকার সুযোগে লিপি রাজুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার সন্তানকে অপহরণ করে নিয়ে যায়।
সংবাদ পেয়ে বাবলু দেশে এসে ১০ মার্চ এ ঘটনায় রাজু ও স্ত্রী লিপির নামে থানায় মামলা করেন। অবশেষে বিভিন্ন ভাবে খোঁজাখুঁজির পর রোববার রাত ৮টার দিকে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।
ওসি এজাজ শফী জানান, ভিকটিম শিশু নুর আদালতে জবানবন্দিতে স্বীকারোক্তি দিয়েছে রাজু তাকে ঘরের মধ্যে সারাদিন আটকে রেখে মারপিট করে। ঘর থেকে বের হতে দিত না। আসামিদের গ্রেফতার করা হয়েছে, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।