অনলাইন ডেস্ক :
দেশে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিলো সৌদি আরব। প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. মোমেন বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণের অনুমতি দিয়েছে। এর ফলে বাংলাদেশিরা সুষ্ঠুভাবে ফিরতে পারবে। বাংলাদেশ সরকারও সৌদি আরবের সব এয়ারলাইনসকে দেশে অবতরণ এবং বাংলাদেশিদের ফিরিয়ে নেয়ার অনুমতি দিয়েছে।
বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি সরকার এ পর্যন্ত সব বাংলাদেশি নাগরিকের ইকামা ও ভিসার মেয়াদ বেশ কয়েকবার বৃদ্ধি করেছে। এরইমধ্যে আটকেপড়া শ্রমিকদের অনেকেই দেশটিতে তাদের কর্মস্থলে ফেরা শুরু করেছেন।
এর আগে, আকামা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ ২৪ দিন বাড়িয়েছিলো দেশটির সরকার। গত ২৩ সেপ্টেম্বর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সূত্র-ডেইলি বাংলাদেশ