আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানাধীন খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুব্রত মন্ডল আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে কুরচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে মানববন্ধনে গ্রামবাসী সকলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
মঙ্গলবার (১০ ই সেপ্টেম্বর ) বিকাল ৪.০০ ঘটিকার সময় তুয়াডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুব্রত কুমার মন্ডলের নিয়োগ বাণিজ্য, অনৈতিক কর্মকান্ড, দুর্নীতি প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাধ্যমে, তুয়ারডাঙ্গা ও আশে পাশে গ্রাম থেকে আগত,মানববন্ধনে উপস্থিত থাকা ব্যক্তিবর্গদের,মূর্খ ও অসাধু ব্যক্তি হিসেবে,অরুচিকর শব্দ ব্যবহার করে তাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে যে অপচেষ্টা চালানো হয়েছে, গ্রামবাসীর পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নিজের স্বেচ্ছাচারিতার মাধ্যমে, সম্মানিত সাধারণ শিক্ষকদের ভুল বুঝিয়ে, তাদের চাকরির ভয় দেখিয়ে, সংবাদ সম্মেলনে করা, মিথ্যাচার করা, স্কুলের অডেল দুর্নীতি ঢাকার উদ্দেশ্, স্কুলের মানসম্মান ক্ষুন্ন ও হানিকর মন্তব্য প্রকাশ করে, প্রকৃত ঘটনাকে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে, মিথ্যা ও অসুস্থ সংবাদ সংবাদ প্রকাশ করার বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাচ্ছি.। গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এই দুর্নীতিবাজ মুখোশধারী প্রধান শিক্ষকের অপসারণ দাবি জানাচ্ছি।
প্রতিষ্ঠান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় আমরা
সম্প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রধান শিক্ষকের এই বক্তব্যের পর স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারই ফলশ্রুতিতে আজ এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুনরায় উত্থাপন করেন এবং তার অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইমরান হোসেন,শ্রীকৃষ্ণ, কবি হৃদয়। তারা সকলেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন এবং এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।
স্থানীয় গ্রামবাসীর এই আন্দোলন এখন নতুন মোড় নিয়েছে। তবে, এই ঘটনা তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় একটি বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। এই বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।