পাইকগাছা (খুলনা) প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ অথনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবেক সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বলেছেন, করোনাকালীন সময়ে প্রাণঘাতী করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ব্যবস্থা গুলি নিয়েছেন তা ছিলো সময়োপযোগী পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সফল নেতৃত্বে আমরা করোনা মহামারী পরিস্থিতিতে ভারত সহ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খ্বুই ভালো মন্তব্য করে পাইকগাছায় মানুষের স্বাস্থ্য সেবায় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে সামাজিক সংগঠন "গদাইপুর বাতিঘর"র পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর অনুষ্ঠানে তিনি ভাচ্যুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাতিঘর নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার এর নিকট এ কনসেনট্রেটর তুলে দেন। প্রতিষ্ঠানের আহবায়ক অধ্যক্ষ শেখ ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএমএম খালিদ হোসেন সিদ্দিকী, রাড়ুলী স্যার পিসি রায় স্মৃতি সংসদের সভাপতি ডাঃ কওসার আলী গাজী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি জি এ সবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্যাহ। সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ নুর আলী মোড়ল এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে ভ্যার্চুয়ালে যুক্ত হোন কাজী রেজাউল ইসলাম, ইকবাল হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আঃ গফুর। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমবায় কর্মকর্তা সরদার আলী আহসান, নির্বাচন কর্মকর্তা কামাল আহম্মেদ, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাক, প্রজিৎ কুমার রায়, এ্যাড. শফিকুল ইসলাম কচি, অসীম রায় চৌধুরী, শেখ অহেদুজ্জামান, কামরুল হাসান, পিযুষ কান্তি সাধু সহ গদাইপুর বাতিঘর নেতৃবৃন্দ।