
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির মিডিয়া কনসালটেন্ট মনোনীত হওয়ায় শ্যামনগরে নানা মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। আসিফ কবির ব্যক্তি জীবনে সামাজিক গবেষনা কর্ম, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিকতা, সম্পাদনা ও লেখা লেখির সাথে যুক্ত। তাকে অভিনন্দন জানিয়েছেন, সাতক্ষীরা-০৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েসন এর সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট জহুরুল হায়দার বাবু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জিএম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন, শ্যামনগর সৎস্যজীবি সমিতির সভাপতি মধুজিত রপ্তান, মুন্সীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক পিন্টু বাউলিয়া, বিশিষ্ট সাংবাদিক ও মুন্সীগঞ্জ সাংবাদিক ক্লাবের উপদেষ্টা সিরাজুল ইসলাম, মাহফুজুর রহমান তালেব। সাতক্ষীরা সংসদীয় ০৪ আসনের এমপি জগলুল হায়দার তার অভিনন্দন বার্তায় জানান, আসিফ কবির খুলনার প্রয়াত সাংবাদিক হুমায়ন কবির বালুর একমাত্র পুত্র। তিনি আওয়ামী লীগের ৩ মেয়াদের জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সহকারী প্রেস সচিব হিসেবে অত্যান্ত নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির মিডিয়া কনসালটেন্ট মনোনীত হওয়ায় তাকে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আমি চাই তার বাকি কর্মময় জীবন দেশ ও জাতীর জন্য সুখ ও শান্তি বয়ে আনুক।