
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: সাতক্ষীরা’র শ্যামনগরে ৭০ টি ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় শ্যামনগরে ৭০টি ভূমিহীন পরিবারকে জমি ও ঘরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠানে শ্যামনগর সহকারী কমিশনার( ভূমি) মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম, যুগ্ম সম্পাদক স ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারাফ হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা ।
এই সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. শোকর আলী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, রমজানগর ইউপি চেয়ারম্যান আল-মামুন, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এড. আতাউর রহমান, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল সহ অন্যান্য নেতৃবৃন্দ । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর আলম।