
প্রেস বিজ্ঞপ্তি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৯৩নং শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছত্রী দের মাঝে শতশত গাছের চারা প্রদান করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন।
বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায়”৯৩ নং শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে শতশত ছাত্র-ছত্রী দের মাঝে সাতক্ষীরার বিখ্যাত আমের চারা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ”৯৩ নং শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য হালদার, সহকারি শিক্ষক মরিয়ম মমতাজ, জেসমিন আরা সাবিনা, রুবিনা চৌধুরীসহ অভিভাবকবৃন্দ। গাছ বিতরণ কালে প্রধান শিক্ষক আদিত্য হালদার বলেন, সাতক্ষীরার বিখ্যাত আমের কথা শুনেছি, শেখ এজাজ আহমেদ স্বপনকে ধন্যবাদ সাতক্ষীরার বিখ্যাত আমের চারা ৯৩নং শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছত্রীদের মাঝে প্রদান করায়।