প্রসঙ্গ: এক নজরে বোয়ালখালী পৌরসভা নির্বাচনে সাম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মনছুর আলম পাপ্পী
কামাল উদ্দিন, চট্টগ্রাম থেকে: মাননীয় প্রধামন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক পুরো দেশের উন্নয়ন তথা বোয়ালখালীর উন্নয়ন কর্মকান্ডকে প্রচার ও প্রসার ঘটিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বোয়ালখালী উপজেলা শাখার সহ-সভাপতি, আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক বহু গুণে গুণান্বিত আলহাজ্ব মনছুর আলম পাপ্পী। অন্যদিকে বোয়ালখালী আসনের মাননীয় সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মনছুর আলম পাপ্পী’র রাজনীতিক ও সামাজিকসহ সর্বক্ষেত্রে অভিভাবক মোছলেম উদ্দিন আহমেদ স্বাধীনতার চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে সত্যকারে সোনার বাংলা করার মানসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শে আদর্শিত হয়ে তারই নির্দেশে উন্নয়ন কর্মকান্ড প্রতিফলনে ফলিয়ে যাচ্ছেন। বোয়ালখালী উপজেলা বিশিষ্ট সুফি আরব থেকে আগত হযরত বু আলী কালান্দারের তীর্থ স্থান। তাঁরই নামে নামকরণ হয়েছিল বোয়ালখালী। এই সেই বোয়ালখালীতে আউলিয়া একরামদের উপস্থিতির পাশাপাশি সকল ধর্মের গুণি ব্যক্তিদের মিলন-মেলা জমে আসছে শত শত বছর ধরে। বোয়ালখালী একটি অসম্প্রদায়িক চেতনার স্থান। যেখানে ধর্মের দোহায় দিয়ে কোন ধরনের হানা-হানি নেই। সেই ঐতিহাসিক বোয়ালখালী উপজেলার কিছুকিছু সমাজ সংষ্কারক দেশ এবং জাতিকে কিছু দেওয়ার জন্য এগিয়ে আসেন যুগযুগ ধরে। তারই ধারাবাহিকতায় বোয়ালখালীর অবহেলিত পৌরসভাকে যুগোপযুগী আধুনিকায়ন করার শপথ নিয়ে সাম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে এসেছেন আলহাজ্ব মনছুর আলম পাপ্পী। এই মনছুর আলম পাপ্পী বোয়ালখালী কধুরখীল গ্রামে জন্মগ্রহণ করেছেন ১৯৬৪ সালের ২৪শে জুন। জন্মের পরে শৈশবে অর্ধেক সময় কাটিয়েছেন মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর সহকর্মী স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক চট্টল শার্দুল মরহুম জহুর আহমদ চৌধুরীর আঙ্গিনায়। সেই সুবাধে বঙ্গবন্ধুর ¯েœহের হাতের ছোঁয়া পেয়েছিলেন সেই সৌভাগ্য সময়ের সাহসী পুরুষ আলহাজ্ব মনছুর আলম পাপ্পী।
কে সে পাপ্পী? তাঁকে নতুন ভাবে পরিচয় দেওয়ার কিছু নেই। স্কুল জীবন হতে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসকে মাথায় নিয়ে ছাত্রলীগের রাজনীতিকে তার শরীরের রক্তের সাথে মিশিয়ে নিয়েছেন। কখনও স্কুলে ছাত্রলীগের বলিষ্ট নেতৃত্ব দিয়েছেন কখনও কলেজে পাশাপাশি নিজ জন্মস্থান কধুরখীল গ্রামে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে জননেতা মাননীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদকে অনুসরণ করে রাজনীতির রাজপথে হেটেছেন দীর্ঘ বেয়াল্লিশ বছর আজ সময় এসেছে ‘হাঁটি হাঁটি পাঁ পাঁ’ করে এগিয়ে আসা মানুষটি সাধারণ, নিরহ, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। একদিকে রাজনীতির রাজপথে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড প্রচারের ফেরিওয়ালার ভূমিকায় অবতির্ণ। অন্যদিকে গরীব দু:খী মানুষের আর্থিক সাহায্যে যোগান দেওয়ার জন্য ব্যবসার পিছনে ঘুরেছেন। বহু গুণে গুণান্বিত পাপ্পী আজ সর্বদিকে সফল একজন মানুষ। মানবিক এবং মানবিকতায় প্রতিনিয়ত নিজের জীবনকে উৎসর্গ করে আসছেন। আলহাজ্ব মনছুর আলম পাপ্পী’র মনে প্রাণে ধারন করেছেন বঙ্গবন্ধুর আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যা কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে চলছেন। বোয়ালখালীর উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা এম পি মোছলেম উদ্দিন আহমেদের হাত ধরে এগিয়ে যেতে চাই বোয়ালখালী তথা বোয়ালখালী পৌরসভার উন্নয়ন কর্মকান্ডের পথে তাঁর মনের বাসনা চিন্তার আরাধনা একমাত্র বোয়ালখালী পৌরসভাবাসিকে মনে প্রাণে সেবা করা সেই সেবার সুযোগ দেওয়ার জন্য আলহাজ্ব মনছুর আলম পাপ্পী প্রতিনিয়ত পৌরসভায় বসবাসরত সকল পরিবারের দরজায় কড়া নেড়ে যাচ্ছেন। যখন যেমন, তখন তেমন তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। দান করেন চোখ বন্ধ করে, কাজ করেন চোখ খুলে, বিশ্বাস করেন মন খুলে, রাজনীতি করেন বিবেক দিয়ে। আজকে সময় এসেছে সময় উপযোগী সময়ের সাহসী অগ্নি পুরুষ আলহাজ্ব মনছুর আলম পাপ্পী’র মত সৎ, যোগ্য, নিষ্ঠাবান ব্যক্তিকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিয়ে জনগনের ভোটে নির্বাচিত করে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে অসাধারণ কাজ করার সুযোগ দেয়ার। হাজারো মতের মানুষ থাকতে পারে শত ভেদাভেদের প্রার্থী নির্বাচন করার জন্য এগিয়ে আসতে পারে কিন্তু আমাদের মত সাধারণ মানুষের উচিত হবে সময়ের বুদ্ধিমান সুচতুর পাপ্পীর মত মানুষকে যোগ্য প্রার্থী হিসেবে বেঁছে নেওয়া। বাংলাদেশ আওয়ামী লীগের রক্ত ঝরা সংগ্রামের অন্যতম পুরুদা আলহাজ্ব মনছুর আলম পাপ্পী’কে বোয়ালখালী পৌরসভাবাসির বৃহত্তর স্বার্থে আসন্ন পৌরসভা নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষনা দেওয়া আজকের সময়ের দাবী বলে আমি মনে করি। ‘জয় বাংলা, জয় হোক বাংলার মানুষের, স্বপ্ন বাস্তবায়ন হোক বঙ্গবন্ধুর, উন্নয়ন সাধিত হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।