আব্দুর রশিদ: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক লীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোডে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের আহবায়ক আবদুল্লাহ সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার কঠোর শাস্তি দাবি করে নেতারা বলেন, বিএনপি অন্ধকারের শক্তি। তারা সবসময় ভুল পথে রাজনীতি করে ক্ষমতা দখল করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই দেশবিরোধী কোনো শক্তির এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। আওয়ামী লীগ এই অন্ধকারের শক্তিকে রাজপথে কঠোর হাতে মোকাবিলা করবে। তারা বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে শ্রমিক লীগ প্রস্তুত আছে। ষড়যন্ত্রকারীদের রাজপথেই জবাব দেওয়া হবে বলে জানান তারা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম, শেখ কাজী আক্তারুজ্জামান মহব্বত, শেখ আব্দুল আলিম, চিফ স্ট্যাটার শেখ আব্দুল আলিম। শ্রমিক লীগ কর্মী কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, সেলিম, শিমুল, ডাবলু, হোসেন প্রমুখ।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা শ্রমিকলীগের বিক্ষোভ
পূর্ববর্তী পোস্ট