
নিজস্ব প্রতিবেদক: প্রথম চালানে সাতক্ষীরা জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসে পৌছেছে। স্বাস্থ্য অধিদফতর থেকে ফ্রিজার গাড়িযোগে রোববার (৩১ জানুয়ারী) সকাল ৯ টার দিকে সাতক্ষীরা এসে পৌঁছায় এসব টিকা।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, এসব করোনা টিকা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা ইপিআই ভবনে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের সাড়ে ৪ লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের ৬০ হাজার ডোজ করোনা টিকা জেলার সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, আইনশৃখংলা বাহিনীর সদস্য, ব্যাংকার, পৌর ও সিটি কর্পোরেশনের কর্মী, পয়নিষ্কাশনকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের প্রদান করা হবে। ইতিমধ্যে টিকা প্রদানের জন্য তালিকা প্রস্তুত করা শুরু হয়েছে। তিনি আরো জানান, এই কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে পরামর্শ করে আগামী ৭ থেকে ১০ ফেব্রুয়ারী মধ্যে এই টিকাদান কার্যক্রম শুরু করা হবে।