নিজস্ব প্রতিবেদক:
‘প্রতি ইঞ্চি জমিকে রাখিব উৎপাদনে সচল’ এই স্লোগানকে সামনে রেখে ভ্রাম্যমান কৃষি প্রযুক্তি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভ্রাম্যমান কৃষি প্রযুক্তি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক গৃহীত কৃষি ও কৃষক সেবা কার্যক্রমের উদ্বোধনকালে এমপি রবি বলেন, প্রাণঘাতী করোনা দুর্যোগ প্রতিরোধে ঘুরে দাঁড়াতে অধিক খাদ্য উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি ইঞ্চি অনাবাদী জমি আবাদ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আহবান জানিয়েছেন প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনে রাখতে ভ্রাম্যমান উদ্ধুর্দ্ধকরণ ও বাস্তবায়ন কর্মসূচি। কৃষকদেরকে বসতবাড়ির জায়গা ব্যবহার এবং নিমিত্তে সবজি বীজ বিতরণ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ। মাঠ দিবস ও কৃষি প্রশিক্ষণের আয়োজন করতে নির্দেশ দিয়েছেন। বাড়ির আশ পাশে কোন অনাবাদী জমি ফেলে রাখা যাবেনা। অধিক খাদ্য উৎপাদনে অনাবাদী জমি ব্যবহার এর জন্য সকলের প্রতি আহবান জানান এমপি রবি।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ। এসময় উপজেলা প্রশাসন ও কুষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।