আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের নতুন আমির করা হয়েছেন মাওঃ মুহাম্মদ অহিদুজ্জামান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতাপনগর ইউনিয়ন শাখার সদ্য ঘোষিত নতুন আমির মাওঃ মুহাম্মদ অহিদুজ্জামান প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাওঃ মুহাম্মদ অহিদুজ্জামান ২০২৫-২৬ সেশনের জন্য ইউনিয়ন আমিরের দায়িত্ব পেয়েছেন। ইউনিয়ন জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানাগেছে।