সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার প্রতাপনগরে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার সকাল দিকে এ ঘটনা ঘটে।
প্রতাপনগর গ্রামের রিয়াছাত আলী হাওলাদারের ছোট পুত্র রাহাত বাবু (দেড় বছর) সকাল দশটার দিকে সবার অজান্তে বাড়ির কাছে পুকুরে পড়ে যায়। শিশুটির মা থালা বাটি নিয়ে পুকুরে ধুতে গিয়ে শিশু রাহাতকে পানিতে মৃত্যুাবস্থায় পানিতে ভাসতে দেখে ঝাপিয়ে পড়ে উঠালেও ততক্ষণে সে মারা যায়।