আব্দুস ছাত্তার, প্রতাপনগর (আশাশুনি) থেকে: সুপার সাইক্লোন আম্ফানে ভাঙ্গন করলিত আশাশুনির প্রতাপনগরে হরিশখালী বেড়ীবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রফেসর শাহজাহানের বাড়ী সংলগ্ন ক্ষতিগ্রস্থ হরিশখালী ১ কিঃ মিঃ বেড়ীবাঁধের পাইলিংয়ের কাজ গতকাল সোমবার থেকে শুরু করা হয়েছে। ঠিকাদার কামরুজ্জামান সোহাগ উক্ত পাইলিং এর কাজ পরিচালনা করছেন।
এছাড়া উক্ত বেড়ীবাঁধের অর্ধ কিঃ মিঃ পশ্চিমে ৫নং ওয়ার্ডেও হাওলাদার বাড়ী সংলগ্ন ক্ষতিগ্রস্থ স্থানেও বেড়ীবাঁধের কাজ গত দু’দিন ধওে চলছে। উক্ত কাজ চলাকালে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা নওশের আলী, ছোট্টু ফকির, মৌলভী আলহাজ¦ অশরাফ আলী, ডাঃ আব্দুল গণি, আবুল কালাম গাজী ও আমির আলী গাজী সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।