আজ ২১/০৪/২০২১ ইং তারিখে অনলাইন নয়াডাক এ প্রকাশিত “শ্যামনগরে এক মামলার কাউন্টারে দুই মামলা, বাদীর স্বাক্ষর জাল করার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। গত সোমবার সোরা গ্রামের মৃত কওছার গাজীর পুত্র নাজিম ও নাজমুল গাজীর সাথে আমাদের চলাচলের পথের জায়গা নিয়ে বিরোধ হয়,সেই ঘটনায় আমাকে এবং আমার ছেলেকে ধরে ব্যাপক মারপিট করে মাথা ফাটিয়ে দেয় এবং বাড়িতে হামলায় চালিয়ে লুটপাত করে পরে স্থানীরা আমাদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে, পরবর্তীতে আমি বাদী হয়ে শ্যামনগর থানায় এজাহার দায়ের করি কিন্তু” আমি মামলা করি নাই বলে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেটা সঠিক নয় ” আমি নিজে বাদী হয়ে নাজিম ও নাজমুল গাজী সহ ৯ জন ও কয়েক জনকে অজ্ঞাত রেখে মামলা এজাহার দায়ের করি। যার মামলা নং-৪৪।
আমি যাতে করে সঠিক বিচার না পাই সেই জন্য তারা সংবাদিকদের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে অসত্য সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ আকবর গাজী,
পিতা – মৃত আব্দুর রহমান গাজী,
গ্রাম – সোরা, থানা – শ্যামনগর,জেলা-সাতক্ষীরা