
গত (০৫)মে দৈনিক কালের চিত্র প্রত্রিকায় প্রথম পাতার (৭/৮) কলামে পৌর যুবলীগ নেতার নেতৃত্ব চাঁদার দাবিতে বাড়ি নির্মানে বাধা শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। প্রকৃত পক্ষে মৃত এরশাদ আলীর পৈত্রিক সম্পতি হওয়ায় বর্তমানে তার ওয়ারেশগন দাবিদার হওয়ায় উক্ত সম্পতি লাদেন বাবুর পিতা আব্দুর মাজেদ মাষ্টার জাল দলিল করে রাখে। বর্তমানে তার ছেলে লাদেন বাবু গায়ের জোরে দখল নিতে যায়। এ ব্যাপারে আমরা থানায় একটি অভিযোগ করি।
প্রশাসন এর পক্ষ থেকে যার যার অবস্থানে থাকার নির্দেশ দেন এবং শালিসে মিমাংসা করিবার সিধান্ত জানান। এর মাঝে গায়ের জোরে বাড়ি নির্মানের কাজ করার প্রতিবাদ করিলে প্রকৃত সত্য গোপন করে সাংবাদিক কে ভুল বুঝিয়ে মিথ্যা খবর পরিবেশন করিয়েছেন। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই।
ফারুক হোসেন