০২/০৩/২৫ ইং তারিখের দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় যেকোনো পানির উৎসের স্থান তালিকা প্রণয়ন করা হত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মাননীয় জাতীয় সংসদ সদস্যদের মাধ্যমে। তাদের স্বাক্ষরিত তালিকা অনুযায়ী পানির উৎস সরবরাহ ও বাস্তবায়ন কাজ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সম্পন্ন করে। বাস্তবিক পক্ষে, তালিকা সংক্রান্ত কোনো ইস্যুর সঙ্গে অত্র দপ্তরের সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই।
উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, যে আমি বরষা এনজিও তে চাকুরী করতাম ১ বছর পরে চাকুরী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আমি কখনোই বরষা এনজিও তে চাকুরী করিনি। এটা বরষা এনজিও অফিসে খোঁজ নিলে এর সত্যতা নিশ্চিত করা যাবে।
উক্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, কলারোয়া এবং সাতক্ষীরা শহরে আমার কয়েক একর জায়গা জমি আছে এবং আলিশান বাড়ি আছে যেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট কথা যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।