গত ৩ ডিসেম্বর সাতক্ষীরা থেকে প্রকাশিত “দৈনিক সাত নদী, সাতক্ষীরার সকাল ও পত্রদূতসহ বিভিন্ন প্রিন্ট এবংঅনলাইনে প্রকাশিত “বড়দলে ঘেরাবেড়া গাছ কেটে ঘর ভেঙ্গে জবর দখলের চেষ্টা” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে মৃত দিদার বখতের ছেলে গোলাম আম্বিয়া, তার ছেলে ফজর গাজী ও আবু ছাদেক, স্ত্রী আলেয়া এবং ফজর ও ছাদেকের স্ত্রীরা দীর্ঘদিন যাবৎ আমার দখলীয় জমিতে জবর দখল নিতে ষড়যন্ত্র করে আসছিল। গত বুধবার দুপুর ১২ টার দিকে তারা জমির উপর চড়াও হয়ে ঘেরার সেজি কেটে দেয়, ৭টি বাড়িসহ ২১টি নারিকেল ও মেহগনি গাছ কেটে ফেলে, ঘেরের বাসা ভেঙ্গে দেয় এবং ঘেরে জাল টেনে বিভিন্ন প্রজাতের মাছ ধরে নিয়ে ৫০ সহস্রাধিক টাকার ক্ষয়ক্ষতি করে উল্লেখ করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। উক্ত জমি আমরা রফিকুল, তরিকুলদের নিকট থেকে হারি নিয়ে মৎস্যঘের পরিচালনা করে আসিতেছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
—গোলাম আম্বিয়া, ফজর আলী
গোয়ালডাঙ্গা, আশাশুনি, সাতক্ষীরা।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
পূর্ববর্তী পোস্ট