গত ৪ ডিসেম্বর বুধবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার ২য় পাতায় “সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে চারজনকে মারপিটের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে” শিরোনামে এবং যুগের বার্তা পত্রিকায় একই খবর ছাপা হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে সদর উপজেলার গোবরদাড়ী গ্রামের মৃত সিরাজউদ্দীনের পুত্র মহিউদ্দীন ও তার পুত্র-কন্যা যথক্রমে মোস্তাজুল, হাফিজুল, মঈনুলু, আমিনুর ও রোজিনা গং ফটিক মন্ডল ও ছকিনা বিবির নিকট থেকে ৬ শতক জমি ক্রয় করে ৩৬ শতক জমি জবর-দখল করে চলেছে দীর্ঘ ১৫ বছর। সেখানে বাড়ি-দোকানপাট নির্মান করে ব্যবসা বানিজ্য করছে। কিন্তু উক্ত মহিউদ্দীন গং আমাদের পৈত্রিক সম্পতি জবর দখল করার জন্য দেওয়ানী আদালতে ৩টা এবং এডিএম কোর্টে ৩টা মামলা করেছে। উক্ত ৬টি মামলায় আমরা জয়লাভ করেছি। মহিউদ্দীন গং এর অপপ্রচারের বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী
হাবিবুর রহমান, সাইফুল্লাহ, আঞ্জুয়ারা খাতুন, মঞ্জুয়ারা খাতুন, সর্ব পিতা- আব্দুল খালেক গাজী। গ্রাম: জোড়দিয়া, সাতক্ষীরা সদর।