গত ৪ সেপ্টেম্বর ২০২৩ দৈনিক সাতনদী পত্রিকায় “৭ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুব্রতর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে বলা হয় গত ২২ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে আমি দে মিষ্টান্ন ভান্ডার ও হোটেলের সামনে বিভিন্ন মানুষের সামনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমূলক গালিগালাজ করি মর্মে উল্লেখ করা হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত হইতেছে। এ প্রসঙ্গে জেলা যুব মহিলা লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়শা খাতুন খুকুমনি জেলা আওয়ামী লীগ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলা হয় যা সত্য নয়। প্রকৃতপক্ষে আমি উক্ত ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে আদৌ উপস্থিত ছিলাম না বা বর্ণিত কোন ঘটনা ঘটেনি এবং আয়শা খাতুন খুকুমনি কোন অভিযোগ দায়ের করেন নি। প্রকাশ থাকে যে, আমি ১৯৮৬ সাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হই এবং অদ্যবদি আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত আছি। পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে বাধাগ্রস্থ করা এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
পূর্ববর্তী পোস্ট