গত ২৩ ডিসেম্বর সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক পত্রদূত, সমাজের আলো, নিউজ অফ কলারোয়া সহ কয়েকটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে আমাকে এবং বিজিবি'কে উদ্দেশ্য করে সাংবাদিককে ভুল, মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে, সীমান্ত সংক্রান্ত একটি সমস্যা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) আমাকে ডাকলে আমি কাকডাঙ্গা বিওপি ক্যাম্পে যাই এবং যথাসময়ে বাড়িতে ফিরে আসি। এই ঘটনাকে কেন্দ্র করে আমার ইউপি নির্বাচনী প্রতিপক্ষ ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রতিপক্ষরাও ফেসবুক সহ বিভিন্ন অনিবন্ধিত পোর্টালে আমার বিরুদ্ধে নানা প্রকার গুজব ও মন্তব্য প্রচার করে। যাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর মিথ্যা সংবাদের জন্য নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টালে প্রচারিত উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদটি অতিদ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও নিউজ পোর্টালের সম্পাদককে আহ্বান জানাচ্ছি।
ভূট্টোলাল গাইন
সাবেক চেয়ারম্যান ও
সভাপতি ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগ।