নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ই ফেব্রুয়ারি আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এক টেবিলে বসে মতবিনিময় করেছেন পৌর ০৭নং ওয়ার্ডের কাউন্সিলার পদ প্রার্থীরা। ওই কাউন্সিলার পদপ্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের আহ্বানে মঙ্গলবার রাতে শহরের কামালনগরে লেকভিউতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পৌর ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মো. রেজাউল করিম, মোহাম্মদ শাবুদ্দিন, মোহাম্মদ জাহিদ, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. জাহানুর হোসাইন সাগর, রাজ্জাক কাগজি ও মো. শরিফুল ইসলাম শরিফ উপস্থিত থেকে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি না করে সুষ্ঠু ধারায় কেউ কারো প্রতিদ্বন্দ্বী না ভেবে জনগণের জন্য কাজ করার মন মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে মতবিনিময় সভায় ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মো. সফিউর রহমান সফি ও আব্দুর রশিদ উপস্থিত না থাকায় সকলে দুঃখ প্রকাশ করেন।
পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা এক টেবিলে
পূর্ববর্তী পোস্ট