আব্দুর রশিদ: সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিনের স্বাক্ষরিত প্যাডে সাতক্ষীরা পৌর ৬ নং ওয়ার্ড যুবলীেগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া দেয়। কমিটিতে মো. আসাদুজ্জামান রনিকে আহ্বায়ক ও মো. নুরুুজ্জামান লিটুকে যুগ্ম আহ্বায়ক করে ৬নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। একই সাথে আগামী ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার সকল ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে যুবলীগকে আরো শক্তিশালী করণের লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এসময় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে যুবলীগের নেতাকর্মী মাঠ পর্যায়ে সুসংগঠিত হয়ে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।