নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখা। বুধবার বাদ মাগরিব বঙ্গবন্ধু পরিবারের ও শেখ হাসিনার সরকারের উন্নয়নের স্মৃতি চারণ করে দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উৎযাপন করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে জন্মদিন উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি রাশিদুজ্জামান রাশি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় ধুঁকছে তখন তার নেতৃত্বে দেশ দূর্বার এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে তিনি দীর্ঘজীবী হন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, মুক্তিযোদ্ধা কমান্ডার ও মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সহ-সভাপতি আঃ জলিল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আক্তার খোকন, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাশ, মানবাধিকার কমিশনেনর আব্দুস সোবাহান, পৌর ছাত্রলীগের ৯নং ওয়ার্ড কমিটির আহবায়ক মেহেদী হাসানসহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ ওমর আলী।