
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির সাথে সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ( ২৮ এপ্রিল) বুধবার বিকাল ৩ টায় সাতক্ষীরা পৌরসভায় মেয়রের কার্যালয়ে সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি । সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিবেদক ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি .ফিরোজ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার শেখ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রতিদিনের কথার জেলা প্রতিনিধি মাসুদ আলী , সদস্য দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুর রহমান, দীপ্ত টেলিভিশন এর ক্যামেরাপার্সন মোঃ রেজাউল করিম, বিটিভির ক্যামেরাপার্সন মোস্তফা আলী, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি এম বেলাল হুসাইন, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আজকের তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার মো. সেলিম হোসেন, একুশে টেলিভিশন এর ক্যামেরাপার্সন শহিদুজ্জামান শিমুল প্রমুখ। এসময় সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ তাসকিন আহমেদ চিশতিকে ফুলেল শুভেচ্ছা জানান।