প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের সহ-সভাপতি ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শহরের কুখরালী কাঁঠালতলা গ্রামের বাসিন্দা মরহুর আব্দুস সামাদ মৌলভীর পুত্র কৃষক নেতা মো: আবুল খায়ের (কচি) (৫৩) ২০/০৪/২০২১ ইং তারিখ মঙ্গলবার সকাল অনুমান ৯টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শ^াসকষ্ট জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না...রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। কৃষকনেতা আবুল খায়ের এর মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ শুনে সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের নেতৃবৃন্দ তাৎক্ষনিক তার বাড়িতে ছুটে যান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। যোহরবাদ ২টায় মরহুমের বাড়ির পাশে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: মনজুর হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি মো: সামছুজ্জামান জুয়েল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার হোসেন মিলন, ৫নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক ডা: রুহুল আমিন, ৮নং ওয়ার্ড কৃষক সাধারণ সম্পাদক শেখ ওবায়দুল্লাহ ইসলামসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন মাও. মো: আব্দুল মান্নান।
কৃষক লীগের শোক: সাতক্ষীরা পৌর কৃষকলীগের সহ-সভাপতি মো: আবুল খায়ের (কচি) এর মৃত্যুতে সাতক্ষীরা জেলা কৃষকলীগ, সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগ, সকল উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ এক বিবৃতিতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।