নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় শহর ভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাস প্রকল্প -কোচ্যাপ’র অধীনে পৌরসভা ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি ২০১৯ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় শহরের পিজ্জা মিলান রেস্টুরেন্ট এ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট এ সভার আয়োজন করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিট’র সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড কো অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের প্রজেক্ট অফিসার মো. সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিট’র কার্যনির্বাহী সদস্য রাশেদুজ্জামান রাশি, সাতক্ষীরা শহর কাচা ও পাঁকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী খাঁ, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন, গণমাধ্যম প্রতিনিধি মাসুদ আলী, পৌরসভার ডব্লিউ সি কমিটির সদস্য সচিব রবীন্দ্রনাথ হালদারসহ এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম/পুরোহিতসহ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
পৌরসভা ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
পূর্ববর্তী পোস্ট