নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর মেহেদীবাগে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উত্তর মেহেদীবাগ জামে মসজিদের সামনে হতে আরিফ প্রফেসর এর বাড়ির সামনে পর্যন্ত ৩২০ ফুট এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার এসও মোহাব্বাত হোসাইন, কার্য সহকারী আব্দুল মোতালেব, মসজিদের সভাপতি মো. গহর আলী, সহ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মো. আব্দুস সেলিম, সহিদ হোসেন, রবিউল ইসলাম, ঠিকাদার প্রতিনিধি মো. জালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।