
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুন্সিপাড়ায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূর জাহান বেগম নূরী। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে (মুন্সিপাড়া ও নাথপাড়াস্থ মধ্যবর্তী রাস্তা) আজিম উদ্দীনের মুদি দোকানের সামনে হতে শেখ রবিউল ম্যানেজারের বাড়ির সামনে পর্যন্ত ১৭০ ফুট আরসিসি ঢালাই রাস্তাটির নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসী কাউন্সিলর নূর জাহান বেগম নূরীসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার এস.ও মোহাব্বাত হোসাইন, কার্য সহকারী জাহিদ হাসান, নির্মাণ কাজের ঠিকাদার আক্তারুজ্জামান বাবু, সহকারী ঠিকাদার ইউসুফ আলী, আজিম উদ্দীন, মহিদুল সরদার, আবুল কালাম গাজীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।