আব্দুর রশিদ: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা ও ৫নং ওয়ার্ডের চালতেতলায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ইটাগাছা নিরালা পাড়ায় ঠিকাদার পান্নার বাড়ির সামনে হতে এড. গোবিন্দ চন্দ্র বল্লভ’র বাড়ির সামনে পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ৬২৩ ফুট আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাতক্ষীরা পৌরসভার উপ সহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, সাতক্ষীরা বেসিক ব্যাংকের ব্যবস্থাপক মৃত্যুঞ্জয় কুমার গাইন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএস ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ড আ.লীগ’র সদস্য সম্পাদক মিজানুর রহমান, রাজিবুল হাসান বাবু, হিরা, এড. গোবিন্দ চন্দ্র বর্লভ, শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, গোবিন্দ মাস্টার, আজহারুল ইসলাম, ঠিকাদার পান্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, আগামী পৌরসভা নির্বাচনের আগে আমার ওয়ার্ডের কোন কাচা রাস্তা থাকবে না এবং জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করা হবে। পৌরসভার ৭নং ওয়ার্ডকে একটি আদর্শ এবং মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। অপরদিকে, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা এলাকায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় বাগানবাড়ি বাইতুন নুর জামে মসজিদের সামনে হতে ইছার উদ্দীন ড্রাইভারের বাড়ির সামনে পর্যন্ত ১০৬৬ ফুট আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, সাতক্ষীরা পৌরসভার উপ সহকারি প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, মোহাব্বাত হোসাইন, বাগানবাড়ি বাইতুন নুর জামে মসজিদের যুগ্ম সম্পাদক মো. কোরবান আলী, ঠিকাদারী প্রতিষ্ঠান গামা কন্সট্রাকশন এর স্বত্বাধিকারী মুজিবুর রহমান, শেখ আজিম হাসান, রেজাউল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভার ইটাগাছায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট