নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়ায় প্রধান অতিথি হিসেবে রাস্তায় নির্মাণ সামগ্রী ঢেলে ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিম পাড়ায় কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে শেখ ফিরোজ আহমেদের বাড়ি হতে দারুস সালাম মসজিদ পর্যন্ত ২৬০ মিটার আরসি সি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে।
এসময় রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌরসভার ১,২ ওনং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপসহকারী প্রকৌশলী মহব্বত হোসাইন, কামরুজ্জামান শিমুল, কার্যসহকারি আব্দুল মোত্তালেব প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট