নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের আলীপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলিপুর গ্রামের, মৃত গোলাম রব্বানী মোড়লের ছেলে মো: নূরুল আলম। তিনি বলেন আলীপুর মৌজায় বি আর এস ৪৮৯৮নং খতিয়ানে হাল ৯৮৫ দাগে .১০ একর। বি আর এস ১৯৪৬ নং খতিয়ানে ৬৮৪ দাগে .৩১ একর, ৩৪৪২ দাগে .২৯ একর, ৩৭০৪ দাগে .২৫ একর, বি আর এস ৩৫০৫ নং খতিয়ানে ৩৪৪১ দাগে .০৭একর, বি আর এস ৫২৯ নং খতিয়ানে ৫১৫৫ দাগে .০২ একর, বি আর এস ১৬১৯ নং খতিয়ানে ৫১৫৬ দাগে .০৬ একর। সর্ব মোট ১ একর ৯ শতক সম্পত্তি। আমার পিতার মৃত্যুর পর ওয়ারেশ হিসেবে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি সুলতানপুর এলাকার মৃত শওকাত আলীর পুত্র শহর বিএনপি নেতা সিদ্দিক মোড়ল, হাফিজ মোড়ল, আজিদ, হাফিজ মোড়ল, সিদ্দিক মোড়লের পুত্র কাজল, মৃত রহিম উদ্দীনের পুত্র আবু হাসান, হোসাইন, মৃত রহমত মোড়লের পুত্র আমিনুর মোড়ল উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা শুরু করে। এর জের ধরে গত ৯ এপ্রিল ২২ তারিখে উল্লেখিত ব্যক্তিরাসহ ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী আনবির, লুৎফর রহমানসহ অন্যান্যরা আমার উক্ত সম্পত্তিতে প্রবেশ করে জবর দখল করার পায়তারা করতে থাকে এবং আস্ফালন করে। এঘটনায় আমি প্রতিকার চেয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। আদালত উক্ত মামলায় দখলকারীর দখল বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে নির্দেশ দেন। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা আদালতের নির্দেশনা অমান্য করে আমার পৈত্রিক সম্পত্তি দখল করার পায়তারা করছে এবং হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। অথচ উক্ত সম্পত্তিতে আমার নিজস্ব বোরিং রয়েছে। আমি চাষাবাদ করি। তারা আইন আদালতের তোয়াক্কা করে না। তিনি পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে এবং উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।