নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তালা থানার গুরুত্বপূর্ন রেজিস্টার ও দাপ্তরি কাজ পরিদর্শন করেছেন।
শনিবার(০৩ সেপ্টেম্বার) দুপুর সাড়ে ১২ টায় নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান থানায় উপস্থিত হলে থতাকে গার্ড অব অনার প্রদান সহ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। পরিদর্শন কালে সফরসঙ্গী হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন,তালা থাণার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সহ জেলা পুলিশের বিভিন্ন শাখা থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় হলরুমে থানার দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে এক পরিচিতি সভা ও মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি আইন শৃংখলা সমুন্নত রাখা, মাদক, চোরাচালান,বাল্যবিবাহ, সন্ত্রাসমূলক কর্মকান্ড রোধ সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে পুলিশ সদস্যদের আরো নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার সাথে জনগণের সেবক হিসাবে অর্পিত দায়িত্ব পালন করার উপর গুরুত্ব আরোপ সহ তালা থানা পুলিশের অবকাঠামোগত কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং সন্তোষ প্রকাশ করেন।
নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের পুলিশ হতে হবে। দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে জনগণকে সম্মান করা তথা জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। অপরাধ দমনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশের কার্যক্রমকে ত্বরান্বিত করে সুবিধা এবং বিচার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে হবে।