
আহাদুর রহমান:
জেলা পুলিশ সুপারের মোঃ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে করোনা রোগীদের সহায়তায় প্লাজমা ব্যাংক স্থাপণ করা হচ্ছে। তবে এ সুবিধা থাকছে শুধু মাত্র সাতক্ষীরা জেলাবাসীদের জন্য।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জেলা পুলিশের ডাটাব্যাজে সংরক্ষিত করোনায় সুস্থ্য হওয়া ব্যক্তির সাথে যোগাযোগ করে এ সহযোগিতা দেয়া হবে। সক্ষম পুলিশ সদস্যগনও প্লাজমা দিবে।
উল্লেখ্য, যারা ইতোমধ্যে করোনা থেকে সুস্থ্য হয়েছেন তাদের থেকে প্লাজমা সংগ্রহ করে করোনা আক্রান্ত গুরতর অসুস্থ্য রোগীর জীবন বাঁচাতে প্লাজমা সরবরাহ করা হয়। প্লাজমা দাতার শারিরিক কোন ক্ষতি হয়না, বরং বেঁচে যাবে মূল্যবান জীবন। এ মহতি উদ্যোগ সফল করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
জেলা পুলিশের প্লাজমা দান ও সংগ্রহ সম্পর্কিত হটলাইন ০১৭৬৯৬৯৩৩১৭। আসুন সক্ষম সবাই প্লাজমা দানে এগিয়ে আসি, জীবন বাঁচাই।