
আইয়ুব হোসেন রানা: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ অর্থাৎ পুলিশ জনগণেরই অংশ, তাই পুলিশকে ভয় নয় বরং ভালোবাসুন, অপরাধ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করুন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে কথাগুলো বলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

কমিউনিটি পুলিশিং ডে’র কেক কাটছেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি সাতক্ষীরার আয়োজনে শহরের পাকাপোল হতে একটি বণ্যাঢ্য রালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ৫০ পাউন্ড ওজনের কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানুল্লাহ আল-হাদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, নবাগত সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিয়াদ আলম খান, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ফিরোজ আহমেদ স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামাননের নেতৃত্বে র্যালীর একাংশ।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান অনুষ্ঠানে আরও বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সহজেই পুলিশি সেবা প্রদানসহ অপরাধ দমন করা সম্ভব। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করুন। কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর সফলতা কামনা করে পুলিশ সুপার তার গঠনমূলক মূল্যবান বক্তব্য শেষ করেন। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো ত্বরান্বিত ও বেগবান করার লক্ষ্যে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, “জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্তে জীবনের ঝুকি নিয়ে জঙ্গি-সন্ত্রাস ও মাদক মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।”
সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা স্বাগত বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং, জনগনের পুলিশিং। গ্রাম পাড়া মহল্লায় জনগনের দোর গোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতেই কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম। সমাজের শান্তি স্থিতিশীল রাখতে সর্বসাধারণকে কমিউনিটি পুলিশিং কমিটিকে সাহায্য করার আহবান জানান তিনি।

সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভার একাংশ।
সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনার এলাকার যে কোন প্রয়োজনে কমিউনিটি পুলিশিংয়ের সাহায্য নিন, সাহায্য করুন।
কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, সদস্য বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান আশিক, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, পৌর আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইনজামামুল হক ইনজা, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ অনুষ্ঠানে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার পুরস্কার ক্রেস্ট ও সনদ পেয়েছেন এস.আই আসিফ মাহমুদ এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য পুরস্কার পেয়েছেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বিশ^নাথ ঘোষ। এসময় সাতক্ষীরার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা ও তালা থানার সাব ইন্সপেক্টর আবু কাউছার।