
ভিডিও দেখতে নিউজের শেষে ক্লিক করুন:
আল মাহফুজ : পুরাতন সাতক্ষীরায় নাথ পাড়ায় জোর পূর্বক বাড়ি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে আনুমানিক পাচঁ ঘটিকার সময় কয়েক জন সন্ত্রাসী বাহিনী একত্রে মিলে ঘরের আসবাসপত্র ভাংচুর ও মারপিট করে বাড়ি দখল করছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, বাড়ির আসবাবপত্র সব বাইরে ফেলে দেয়া হয়েছে। টিভি,ফ্যান, আলমারি সব ভাংচুর করা। পুরাতন সাতক্ষীরা গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র মনিরুল ইসলাম খোকন (৪০) দির্ঘদিন ধরে দুই রুম বিশিষ্ট একতলা বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলো। এ বিষয়ে বাড়ির মালিক মনিরুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এই বাড়ি কিছুদিন আগে আমার টাকার প্রয়োজন হওয়ায় আমি গনেশপুর গ্রামের জামাই খালেক গাজীর পুত্র মাহবুর রহমান (৪০) এর কাছে ১০ লাখ টাকা মূল্যে বিক্রয় করি। সে আমাকে দুইলাখ টাকা বায়না পত্র করে । পরে সে আমাকে বাকী টাকা দেবে বলে দলিল করে নেয়। কিন্তু পুরো টাকা পরিশোধ না করে মাহবুর রহমানের নেতৃত্বে বনি, জাহাঙ্গীর, তন্ময়, টিটু, গিয়াস, নিজাম, ডিওক রড, লাঠি সোটা নিয়ে আমার ঘরে ঢুকে আসবাস পত্র ভাংচুর করে বাইরে ফেলে দেয় তখন আমার পরিবারে লোক বাঁধা দেওয়ায় আমার ও আমার মেয়ে, স্ত্রী সবাইকে আহত করে ঘর দখল করে। এ বিষয়ে মাহবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৩নং ওয়ার্ড কমিশনার আঃ সেলিম আমাকে দখল করতে বলছে তাই দখল করলাম । সেলিম ভাই সব জানে আমি কিছু বলতে পারবো না ।
এ বিষয়ে আঃ সেলিম কমিশনার সাংবাদিকদের সামনে কোন কথা বলতে রাজি হয়নি।