বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনিতে অপরাধ কর্মকান্ড ও ওয়ারেন্টের আসামীসহ নিয়মিত মামলার আসামীদের গ্রেফতারে থানা পুলিশকে সহযোগিতা করে সাহসী ভুমিকা রেখে পুরস্কার পেলেন দরগাহপুরের গ্রাম পুলিশ মোসলেম উদ্দীন। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি থানা চত্বরে দরগাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোসলেম উদ্দীনের হাতে পুরস্কার তুলেদেন থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর হোসেন খান, এসআই মহিতুর রহমান মহিত, এএসআই মোজাফফর হোসনসহ থানা পুলিশ সদস্যবৃন্দ, উপজেলার ১১টি ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশবৃন্দ। এ ব্যাপারে জানাগেছে আশাশুনি থানা ব্যতিক্রমি উদ্যেগকে উপজেলাবাসী স্বাগত জানিয়েছে। তবে গ্রাম পুলিশ বৃন্দ জানায় অনেক সাহসী ভুমিকা রেখেও অপরাধ কর্মকান্ড দমনে পুলিশের সাথে কাজ করেও ইতোপূর্বে কখনো পুরস্কার পায়নি । এই প্রথম আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম, এএসআই মোজাফফর হোসেনের পরামর্শ শুনে কাজের উদ্দম বাড়াতে প্রতিমাসে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা গ্রহন করেন। আশাশুনি থানার এ ব্যতিক্রমি উদ্যোগ দেখে অন্যান্য থানার গ্রাম পুলিশদের পুরস্কার প্রদান করে যাচ্ছে। এ মাসে দরগাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোসলেম উদ্দীন পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন।