আব্দুল্লাহ আল মাহফুজ: গতকাল রাত ৮টায় শহরের অরন্য বিলাশ হোটেলে পি কে ইউনিয়ন ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে ড. রবিউল ইসলাম খান। জেলা ক্রিয়া সংস্থার সদস্য আক্তারুজ্জামান মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্রিড়া ব্যক্তিত্ব ও প্রধানমন্ত্রী জাতীয় পুরষ্কার প্রাপ্ত রেফারী, তৈয়েব হাসান শামছুজ্জামান বাবু, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুখ খান মিঠু, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, কাউন্সিলর শফিউদৌল্লা সাগর, ইয়াকুব আলী জমাদ্দার, সারফরাজ নেওয়াজ খান অর্প প্রমূখ।
সভায় বক্তগণ সংগঠনিক বিভিন্ন গুরুত্বপুর্ণ আলোচনা করেন। এছাড়া নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সারফরাজ নেওয়াজ খান অর্প পি কে ইউনিয়ন ক্লাবের জন্য তার পৈত্রিক সম্পত্তি থেকে ডের কাটা জায়গা দান করার ঘোষনা দেন এবং দ্রæত ও সুন্দর একটি ভবন তৈরী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
আলোচনার শুরুতে তৈয়েব হাসান শামছুজ্জামান বাবু বলেন, পি কে ইউনিয়ন ক্লাব খুলনা বিভাগের একটি উল্লেখযোগ্য ক্রিড়া সংগঠন। বিশেষ করে ফুটবলের ভুমিকা সারা বাংলাদেশ ব্যাপি ছড়িয়ে আছে। নিটল টাটা জাতীয় ফুটবল লীগে অংশ্য গ্রহনের মাধ্যমে এটি সব খানে পৌছে যায়।
নাসিম ফারুখ খান মিঠু বলেন: নতুন এবং পুরাতন দের সমন্মায়ে একটি কমিটি করে ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে হবে। আমরা পলাশপোল থেকে জাগ্রত একটি চেতনা নিয়ে যদি অগ্রশর হই তাহলে পিকে ক্লাব অতিতে ভাল জায়গায় ছিল এবং ভাল একটি জায়গাই পৌছে যাবে। এসময় তিনি ক্লাবের ভবন তৈরী সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাÐে সার্বিক সহায়তার পত্যায় ব্যক্ত করেন।
সভায় সংগঠনের সাধরাণ সম্পাদক আব্দুল মোমেন খান চৈাধুরী সান্টু বলেন, সংগঠনের উন্নয়নে অনেকেই গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করেছেন। বিশেষ করে জেলা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুখ খান মিঠুর ভূমিকা অতুলনীয়। তিনি সংগঠনের উন্নয়নে সকলকে আরও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে একাত্বর সদস্য বিশিষ্ঠ পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে আব্দুল মোমেন খান চৌধুরী কে সভাপতি, আহম্মদ আলী সরদারসহ ১০জনকে সহসভাপতি, নাসিম ফারুক খানকে সাধারণ সম্পাদক, সারফরাজ নেওয়াজ খান অর্পকে যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ইমাদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন, ফুটবল ও হকি সম্পাদক আশরাফুল হক দোলন, ক্রিকেট সম্পাদক রফিকুল হক লাল্টু, ভলি ও হ্যান্ডবল সম্পাদক ওয়াসিউদ্দীন খান পিপুল, কাবাডি ও খো খো সম্পাদক রফিকুল ইসলাম খান, আন্তকক্ষ ক্রিড়া সম্পাদক আতিকুজ্জামান চৌধুরী সুমন, এ্যাথলেটিস্ক ও সাতার সম্পাদক শেখ ওলিউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাহিত্য সম্পাদক পল্টু বাসার, নাট্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সুটিং সম্পাদক সাঈদ হোসেন রেবু, মহিলা সম্পাদক নুর জাহান খানম লোপা, প্রতœতত্ব সম্পাদক আসিফ ইকবান রাহিসহ মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পি কে ইউনিয়ন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আব্দুল মোমেন খান চৌধুরী সভাপতি নাসিম ফারুখ খান (মিঠু) সাধারাণ সম্পাদক
পূর্ববর্তী পোস্ট