
আব্দুর রহিম, কালিগঞ্জ: রেডিও নলতার হলরুমে কমিউনিটি মিডিয়া ফেলোশিপের দুই জন ফেলোকে চেক হস্তান্তর করা হয়। রেডিও নলতার ২ জন ফেলো সুশান্ত দাস ও ইমরুল হাসান কে তাদের প্রাপ্য চেক হন্তান্তর করেন নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সুপারিনটেন্ডেন ড: আবুল ফজল মাহমুদ বাপি। শনিবার বেলা ১২ টায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম হোসাইন শাহারীয়ার, প্রকল্প ফোকাল মামুন হোসাইন, উক্ত ফোলোশিপের মেন্টর রাশিদা আক্তারসহ রেডিও নলতার কর্মচারী কর্মকর্তাবৃন্দ। বিএনএনআরসি, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ক্রিশ্চিয়ান এইড, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু), ব্লাস্ট, নাগরিক উদ্যোগ ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক যৌথভাবে বাস্তবায়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ (ইএলএমসি) প্রকল্পের সহায়তায় ৩ মাস মেয়াদী একটি ফেলোশিপ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ফেলোশিপ কার্যক্রমে দাতা সংস্থার সুপারিশ মোতাবেক ২জন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি সুশান্ত কুমার দাস ও ইমরুল হাসান কে ফেলো হিসেবে নির্ধারন করা হয়।