
আহাদুর রহমান: সাতক্ষীরার ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের সাবেক ছাত্রদের উদ্যোগে খাবার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের সিএন্ডবি মোড়ে আ’লীগ অফিসের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা পিএন হাইস্কুলের ১৯৬২-২০ সালের সাবেক ও বর্তমান ছাত্ররা এ মহতি উদ্যোগ গ্রহণ করে। খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, মোশতাক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ৪নং ওয়ার্ড, আওয়ামী লীগের মিলটন, নাইম সহ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও কর্মীবৃন্দ।