টানা আড়াই মাস এলাকায় অবস্থান করে করোনা পরিস্থিতির শিকার হওয়া পরিবারগুলোর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার এক পর্যায়ে নিজেই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার ৬ জুন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। জ্বরের কারণে ৩ জুন তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।
বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বান্দরবান শহরের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা মন্ত্রী এখন মোটামুটি সুস্থ রয়েছেন। এরপরও উন্নততর চিকিৎসার জন্য রবিবার সকালে হেলিকপ্টারযোগে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হবে।
শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় একই দিনে বান্দরবানের নয়জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে।